খেলা

‘কেন্দ্রীয় সরকার চাইলে দেশের হয়ে জেতা পদক আমরা ফিরিয়ে দিতে প্রস্তুত’, পুলিশি আক্রমণের পর সরব ভিনেশ-রা

ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যে আন্দেলান বজরং-ভিনেশরা শুরু করেছিলেন, যত দিন যাচ্ছে সেই আন্দোলন যেন আরও নতুন নতুন রূপ পাচ্ছে। গত বুধবার রাতে আচমকাই দিল্লি পুলিশের একটি দল যেভাবে কুস্তিগীরদের ধর্না মঞ্চে গিয়ে তাঁদের ওপর আক্রমণ করেছে তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন সকলে। বৃহস্পতিবার তারই ফলশ্রুতিতে বজরং-ভিনেশরা জানিয়ে দিলেন, সরকার যদি মনে করে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে যে পদক আমরা জয় করেছি দেশের তা ফিরিয়ে দিতে হবে, আমরা তার জন্য তৈরি আছি।  দেশের হয়ে যে সমস্ত পদক আমরা জয় করেছি তা সমস্তই সরকারকে ফেরত দিয়ে দিতে কুণ্ঠাবোধ করবো না। ইতিমধ্যেই তাঁদের এই আন্দোলন ঘিরে তোলপাড় হয়ে উঠেছে গোটা রাজধানী। একের পর এক ক্রীড়া ব্যক্তিত্বের পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তাঁদের সমর্থন এবং কুস্তিগীরদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিষয়টি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে শেষ পর্যন্ত এই মামলার নিষ্পত্তির জন্য দেশের শীর্ষ আদালত পর্যন্ত গড়িয়েছে জল। ইতিমধ্যেই দিল্লি পুলিশ অবশ্য ব্রিজ ভূষণ শরণ-সিং-এর বিরুদ্ধে মামলা রজু করে তদন্ত শুরু করেছে। কিন্তু তাতেও আন্দোলন থেকে পিছপা হটতে রাজি নন আন্দোলনরত কুস্তিগীররা। তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত ব্রিজ ভূষণ শরণ সিং-কে অপসারণ এবং গ্রেফতার না করা হচ্ছে, ততক্ষণ তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। এরই মধ্যে গত বুধবার দিল্লি পুলিশের ওই ধর্না মঞ্চে গিয়ে আচমকা বজরং পুনিয়া, স্বাক্ষী মালিকদের ওপর যেভাবে আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য আক্রমণ করা হয়েছে তার জন্য খুবই ব্যথিত এবং অনুতপ্ত দেশের হয়ে পদকজয়ী কুস্তিগীররা।