জেলা

ঘাটে মহালয়ায় তর্পণ করা যাবে না, বেলুড় মঠে দুর্গা পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ

 গত বছরের মতো ২০২১এর দুর্গা পুজোর বিশেষ কয়েকটি দিনে দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠের গেট। বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হয়েছে। যদিও এ ব্যাপার নিয়ে মন খারাপের কিছু নেই, কারণ বেলুড় মঠের সমস্ত পুজোপাঠ ঘরে বসেই মঠের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। গত বছরের মতো এ বছরও বেলুড় মঠে পুজো হবে সমস্ত কোভিড বিধি মেনে। ২০২১ এ বেলুড় মঠ কর্তৃপক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে মহালয়ার তর্পণ এখানে এবছর বন্ধ থাকবে। চতুর্থী থেকে একাদশী পর্যন্ত বেলুড় মঠে সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না। এছাড়াও ছট পুজোয়( ১০ই নভেম্বর ) এখানে স্নান করা যাবে না। এছাড়াও ছট পুজোর দিনে সাধারণ মানুষের জন্য বেলুড় মঠের গেট বন্ধ থাকবে।