কলকাতা পুজো

শ্রীভূমির ‘বুর্জ খলিফা’য় দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

পুজোয় শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো নিয়ে উন্মাদনা তুঙ্গে। কারণ মন্ত্রী সুজিত বসুর পুজোর থিমই মন কেড়েছে সকলের। দুবাইয়ের বুর্জ খলিফার আদলে তৈরি হয়েছে মণ্ডপ। কাচ এবং অ্যালুমিনিয়ামের প্লেট দিয়ে তৈরি হয়েছিল বুর্জ খলিফা।  কলকাতায় বুর্জ খলিফা দেখার আগ্রহও ছিল অন্যরকম। তবে উত্তেজনার মাঝেও বারবারই শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপ নিয়ে তৈরি হয় বিতর্ক। প্রথমে লেজার লাইটের দিকে আঙুল ওঠে। কলকাতার বুর্জ খলিফার লেজার শো’র ফলে বিমান চলাচলে সমস্যা হচ্ছে বলে অভিযোগ ওঠে। তাই সপ্তমীর রাতেই বন্ধ করে দেওয়া হয়েছিল শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপের মোহময়ী লেজার শো। বুধবার অষ্টমীর রাতে রাশ টানা হয় আলোতেও। তবে অষ্টমীর বিকেল থেকে ভিড় সামাল দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। দর্শনার্থীদের চাপে ভিআইপি রোড কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। একাধিক বাস এবং অটো রুট ঘুরিয়ে দেওয়া হয়। সন্ধের পর কার্যত জনস্রোত বয়ে যায় শ্রীভূমির মণ্ডপের সামনে। সেই কারণেই আলো বন্ধের পর দর্শনার্থী প্রবেশেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। শুধুমাত্র পাড়ার বাসিন্দারাই মণ্ডপে প্রবেশ করতে পারবেন বলেই জানানো হয়েছে। বুধবার অষ্টমীর রাতে শ্রীভূমির পুজো দর্শকদের জন্য বন্ধ হয়ে গেলেও, বৃহস্পতিবারও সকাল থেকেই মণ্ডপের বাইরে রয়েছে লম্বা লাইন। সকলেরই আশা একবার হলেও দেখতে পাবেন বুর্জ খলিফা। দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকলো নবমীতেও। পুজোর শেষলগ্নে শ্রীভূমির দরজা দর্শকদের জন্য বন্ধ হয়ে গেলেও এখনো জানা নেই কবে আবার খুলবে সেই গেট।