সাইবার ক্রাইমের শিকার রাজ্যে পুলিশের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়। এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তিনি জানিয়েছেন, তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ক্লোন করে হবহু আরও একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে, আর সেখান থেকে পরিচয় ব্যবহার করে টাকা চাওয়া হচ্ছে। সবাইকে সাবধান করতেই এই ফেসবুক পোস্ট করেছেন তিনি। একদিনে পেগাসাস স্পাইওয়্যার নিয়ে যখন গোটা দেশ উত্তাল। তার মাঝেই হ্যাকিং ও ক্লোনিং-এর ঘটনায় চিন্তিত অফিসাররা। এর মাঝেই রাজ্য পুলিশের এত বড় মাপের অফিসারের ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে ছিনিমিনি খেলার ঘটনা আমজনতার মনে অস্বস্তি ও ভয় বাড়িয়েছে। এদিন বিবেক বাবু ফেসবুকে লিখেছেন, ‘আমার ফেসবুক অ্যাকাউন্ট ক্লোন করা হয়েছে। একটি ভুয়ো মেসেঞ্জার বক্স বানানো হয়েছে। সেই মেসেঞ্জারের মাধ্যমে আমার পরিচিতদের কাছে টাকা চাওয়া হচ্ছে।’ ফেসবুকে একটি স্ক্রিন শট শেয়ার করেছেন পুলিশকর্তা। তাতে একটি চ্যাট দেখানোর চেষ্টা করেছেন তিনি। সেই কথোপকথনে উল্লেখ রয়েছে টাকা চাওয়ার, বিবেক সহায়ের অ্যাকাউন্ট ব্যবহার করে ১৫ হাজার টাকা চাওয়া হয়েছে এক পরিচিত ব্যক্তির কাছে। যে নম্বরে টাকা পাঠাতে বলা হচ্ছে সেটা হল ৮২৬০৮৫০৭১২, পুলিশকর্তা বিবেক সহায় এটাই ফেসবুকে শেয়ার করেছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত করাচ্ছেন বলে জানা গিয়েছে। নেমেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। এমনকী এই ঘটনার নেপথ্যে কারা কারা রয়েছে, কোনও চক্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
https://m.facebook.com/story.php?story_fbid=10158483809853869&id=568218868