কলকাতা

উড়ালপুল পুনর্নির্মাণের কাজের জন্য দেড় মাস বন্ধ থাকবে বিবেকানন্দ রোড

ভেঙে পড়া উড়ালপুল পুনর্নির্মাণের কাজ চলছে। তার জেরেই আবার বেশ কিছু দিনের জন্য বিবেকানন্দ রোডে যানচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। শনিবার পুরপ্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, ১ সেপ্টেম্বর থেকে পোস্তা উড়ালপুলের দ্বিতীয় পর্যায়ের ভাঙনের কাজ শুরু হবে। কাজ চলবে গণেশ টকি থেকে গিরিশ পার্ক পর্যন্ত। এতে অন্তত মাস দেড়েক সময় লাগবে বলে জানিয়েছেন ফিরহাদ। পোস্তা উড়ালপুলের দ্বিতীয় পর্যায়ের ভাঙনে আরও বেশি সতর্কতা প্রয়োজন। তবে যে উন্নত প্রযুক্তির জিরো ভাইব্রেশন টেকনোলজির সাহায্যে কাজ চলবে তাতে বিশেষ আশঙ্কার কারণ নেই বলেই জানিয়েছেন পুর প্রশাসক। তবে ফিরহাদের কথায়, তা সত্ত্বেও যেহেতু ওই এলাকায় একাধিক পুরনো বিল্ডিং আছে, পুরসভার তরফে নির্মাতা সংস্থাকে বলা হয়েছে যাতে বিল্ডিংগুলোর কোনও ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে এদিকে বিবেকানন্দ রোড বন্ধ থাকায় যাতে যাত্রীদের অসুবিধায় পড়তে না হয় সেই ব্যবস্থাও করবে পুরসভা, তেমনটাই জানিয়েছেন ফিরহাদ হাকিম।