বিদেশ

৮৭ শতাংশ ভোট পেয়ে পঞ্চমবার প্রেসিডেন্ট হয়েই তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি পুতিনের

 রাশিয়ার জাতীয় সংসদ নির্বাচনে ভ্লাদিমির পুতিনের জয় এবং পঞ্চমবার দেশটির প্রেসিডেন্ট হওয়া ছিল সময়ের অপেক্ষা। তবে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে ক্ষমতা দখল করবেন এমনটা কেউই ভাবেননি। পুতিনের ঘনিষ্ঠতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কমিউনিস্ট পার্টির নিকোলাই খারিতোনভ। তাঁর ঝুলিতে পড়েছে মাত্র চার শতাংশ ভোট। বাকি দুই প্রার্থী আরও কম। গত শনিবার থেকে তিনদিন ধরে ভোট নেওয়া হয়েছে রাশিয়ায়।  রবিবার রাশিয়ার নির্বাচনের ফল প্রকাশের পরে সাংবাদিকদের মুখোমুখি হন পুতিন। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, রাশিয়ার সঙ্গে কি সরাসরি সংঘাতে নামতে পারে ন্যাটো? তার উত্তরে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়ে পুতিন বলেন, বর্তমান দুনিয়ায় সবই সম্ভব। তাঁর কথায়, “সকলের কাছেই বিষয়টা খুব পরিষ্কার। রাশিয়ার সঙ্গে ন্যাটো যদি সরাসরি যুদ্ধ শুরু করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দেরি নেই। তবে আমার মনে হয় কেউই চান না যে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ুক ন্যাটো।”