কলকাতা

Bengal DGP Rajiv Kumar : ভোট ঘোষণা হতেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরাল নির্বাচন কমিশন

ভোট ঘোষণার হতেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানোর নির্দেশ দিল কমিশন। ভোটের আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পরই কড়া পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সেখানে জানিয়েছে, রাজ্য পুলিশের ডিজির পদ থেকে অবিলম্বে রাজীব কুমারকে সরাতে হবে। এমন পদে নিয়োগ করতে হবে, যার সঙ্গে সরাসরি নির্বাচনের কোনও যোগ থাকবে না। নতুন রাজ্য পুলিশের ডিজি নিয়োগের আগে পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন রাজীবের ঠিক নীচের পদে যে অফিসার রয়েছেন, তিনি। এই পদে নতুন নিয়োগের জন্য বিকেল ৫টার মধ্যে রাজ্য সরকারকে তিনটি নাম পাঠাতে বলেছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি, গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণের নির্দেশ দিয়েছে। মিজোরাম, হিমাচল প্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সচিবকেও সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।