গতকালই সাংবাদিক বৈঠকে লোকসভা ভোটের পাশাপাশি চার রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সারা দেশে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হতে চলেছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, অরুণাচল প্রদেশ এবং সিকিমে। সেদিন সাংবাদিক বৈঠকে ৪ জুন গণনার কথা বলা হলেও এবার সিকিম এবং অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বদলে গেল বিধানসভা নির্বাচনের কাউন্টিংয়ের তারিখ। আজ নতুন করে জানিয়ে দেওয়া হল আগামী ২রা জুন হবে কাউন্টিং। প্রসঙ্গত, গতকালই সিকিম ও অরুণাচল প্রদেশের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে গিয়ে কমিশন জানিয়েছিল সারা দেশের লোকসভার ভোটের সঙ্গে একইসঙ্গে গণনা হবে এই দুই রাজ্য বিধানসভার, অর্থাৎ তারিখটি হল ৪ জুন। অথচ বিধানসভার মেয়াদ উর্তীর্ণের সময়কাল অনুযায়ী দেখা যাচ্ছে ওইদিন গণনা হলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। কারণ দুই রাজ্যেই বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২ জুন।