দেশ

গত ১০ ঘন্টায় ২৩০ মিলিমিটার বৃষ্টিতে জলমগ্ন মুম্বই, বিপর্যস্ত জনজীবন

টানা মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত দেশের বাণিজ্য নগরী মুম্বই। আজ সকালেও থামেনি বৃষ্টি। নিচু এলাকায় গুলিতে জমেছে জল। আজ সকালে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১০ ঘন্টায় শুধুমাত্র মুম্বইয়ে ২৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ে পারেল পূর্ব, কান্দিভালি, বোরিভিলি-সহ বাণিজ্যনগরীর বিস্তীর্ন প্রান্ত। মহারাষ্ট্রের মাকারে আবার বর্ষণের দাপটে অবরুদ্ধ হয়ে পড়ে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে। ব্যাহত যান চলাচল। রাতভর বৃষ্টিতে রেললাইনে জল জমে যাওয়ায় মুম্বই ও শহরতলিতে বিপর্যস্ত হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। আবহাওয়া দফতর জানিয়েছে, মুম্বই, থানে এবং উত্তর কোঙ্কানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা।সমুদ্র সৈকত ও তার আশপাশে মানুষজনকে যেতে নিষেধ করা হয়েছে।মত্‍স্যজীবীদের সমুদ্রে যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।