শনিবার সকাল থেকেই দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায় শুরু হয়েছে ঝড়বৃষ্টি। রাস্তায় গাছ উপড়ে পড়েছে। যান চলাচল ব্যাহত। ওদিকে বিমান চলাচলেও সমস্যা তৈরি হয়েছে। শনিবার দিল্লিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে মৌসম ভবন। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৭০ কিলোমিটার। ধুলোঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টা ঝড়বৃষ্টি জারি থাকবে। এদিকে, ঝড়বৃষ্টির জেরে বিমান ওঠানামার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়েছে। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে চলে গিয়েছিল। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল। এদিকে, শুক্রবার দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। শনিবার দিল্লিবাসীর ঘুম ভাঙল বৃষ্টির আওয়াজে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। যা অন্তত দুপুর অবধি জারি থাকবে বলে জানিয়েছে আইএমডি।