কলকাতা

কেরলের ওয়ানাডে আটকে বাংলার ২৪২ পরিযায়ী শ্রমিক, ফিরিয়ে আনতে তৎপর পশ্চিমবঙ্গ সরকার

ওয়ানাডে আটকে রাজ্যের ২৪২ জন পরিযায়ী শ্রমিক। তাঁদের ঘরে ফেরাতে যুদ্ধকালীন তৎপরতা নবান্নের। এমনটাই জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে। এখনও পর্যন্ত ওয়ানাডে আটকে থাকা ১৫৫ জনের সঙ্গে রাজ্য যোগাযোগ কর‍তে পেরেছে। বাকিদের সঙ্গেও আজ রাতের মধ্যেই যোগাযোগ করা যাবে বলে আশাবাদী রাজ্য সরকার। জানা গিয়েছে আটক পরিযায়ী শ্রমিকদের মধ্যে বেশিরভাগই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমের বাসিন্দা। রাজ্য সরকার সবরকম ভাবে তাঁদের বিষয়ে খোঁজ রাখছে বলে বিধানসভায় আজ শুক্রবার জানালেন মন্ত্রী মলয় ঘটক। প্রসঙ্গত, ব্যাপক ভূমিধ্বসে বিধ্বস্ত ওয়ানাড। গ্রামের পর গ্রাম চলে গিয়েছে মাটির তলায়। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করেছে ভারতীয় সেনা এবং এনডিআরএফ। ঘটনার দু’দিন পর ক্ষয়ক্ষতির স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।