দেশ

মিশন ২০২৪! দিল্লিতে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের

দিল্লিতে দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দিল্লিতে, ৭ নম্বর মহাদেব রোডে দলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়ের বাড়িতে সাংসদদের নিয়ে বৈঠকে হয়। দলের সংসদীয় কমিটির চেয়ারপার্সন হিসেবে মনোনীত হওয়ার পর আজই সাংসদদের সঙ্গে প্রথম বৈঠক করছেন মমতা ৷ তাঁকে আজ ফুলের স্তবক দিয়ে স্বাগত জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ লোকসভা ও রাজ্যসভার অন্যান্য সাংসদরা এ দিনের বৈঠকে উপস্থিত আছেন ৷ বৈঠকে আগামী দিনে সংসদে দলের রণনীতি কি হবে, তাই দলীয় সাংসদদের বাতলে দেন মুখ্যমন্ত্রী।  দিল্লি সফরে যাওয়ার আগে গত বৃহস্পতিবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের

সংসদীয় কমিটির চেয়ারপার্সন হিসেবে মনোনীত হন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ দিল্লিতে দলের সংসদীয় কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে সেই প্রস্তাব গৃহীত হয় ৷ শুক্রবার সাংবাদিক বৈঠকে এ কথা জানান দলের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং সুখেন্দুশেখর রায় ৷ দুই তৃণমূল নেতাই জানান, মমতার বিপুল অভিজ্ঞতাকে কাজে লাগাতেই এমন পদক্ষেপ ! তবে রাজনৈতিক মহলের ধারণা, এটা লোকসভা নির্বাচনের যুদ্ধে নামার প্রস্তুতি ৷ কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে উৎখাত করতে মমতা ও তাঁর দল যে কোনও খামতি রাখতে নারাজ, তৃণমূলের এই সিদ্ধান্তই তার প্রমাণ ৷ দলীয় বৈঠক সেরে বেরিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চাই বিরোধী জোটের প্রধান মুখ হয়ে উঠুন তিনিই। ২০২৪-এ দেশের প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই।