জেলা দেশ

আগামীকাল দিল্লিতে শাহের সঙ্গে বৈঠক ধনখড়ের, তারপর টানা এক মাস উত্তরবঙ্গে থাকবেন রাজ্যপাল

অমিত শাহের সঙ্গে বৈঠক করতে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার পরেই টানা এক মাস তিনি উত্তরবঙ্গে কাটাবেন। আজ রাজ্যপাল টুইট করে জানিয়েছেন, ২৮ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত তিনি দিল্লিতে থাকবেন সরকারি সফরে। রাজভবন সূত্রে খবর, বুধবার বিকেলের বিমানে তিনি দিল্লি রওনা হন। বৃহস্পতিবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করবেন বলে টুইট করে জানিয়েছেন ধনখড় নিজেই।  ১ নভেম্বর শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকও করবেন তিনি। ৩০ নভেম্বর পর্যন্ত দার্জিলিংয়ের রাজভবনে থাকার কথা রয়েছে তাঁর। তবে কী কারণে পাহাড়ে একমাস থাকবেন তিনি, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কখনও বাংলার আইনশৃঙ্খলা আবার কখন শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন তিনি। পালটা আবার তাঁর বিরুদ্ধে ‘অতিসক্রিয়তা’র অভিযোগ তুলেছে রাজ্য সরকার। সদ্যই প্রকাশ্যে এসেছেন ‘ফেরার’ বিমল গুরুং। তা নিয়ে ফের সরগরম পাহাড়ের রাজনীতি। এই পরিস্থিতিতে রাজ্যপালের পাহাড়ে গিয়ে থাকার সিদ্ধান্ত যথেষ্ট ইঙ্গিতবহ।