তৃতীয় দফার ভোটের পর মুরলীধর সেন লেনের দাবি, নিশ্চিত জয়ের দিকে এগোচ্ছে পদ্মশিবির। একই সঙ্গে শাসকদলের খেলা হবে স্লোগানকে কটাক্ষ করে বলা হয়েছে, “তৃণমূল খেলতে নেমে ফাউল করছে।” তৃতীয় দফায় ৩১ টি আসনে বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন রাজ্য বিজেপি সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এবং বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। বৈঠকে জয়প্রকাশ বলেন, “জোর যার ভোট তার। এই নিয়মে খেলতে নেমেই তৃণমূল ফাউল করছে। কিন্তু, তৃণমূলের ফাউল করাকে অতিক্রম করে মানুষ আজ গণতন্ত্রকে বিজয়ী করেছে। যেভাবে মানুষ এগিয়ে এসেছেন, তাতে আগামী দিনে বিজেপির বঙ্গ জয় যে সুনিশ্চিত, সেটা বলাই যায়।” বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীর কথায়, “বাংলায় একটা নিঃশব্দ বিপ্লব চলছে। সেই কারণেই আধাসেনা এসে আত্মবিশ্বাস জুগিয়েছে। আগে তৃণমূলের কোনও বিকল্প ছিল না। এখন মস্ত বড় একটা বিকল্প চলে এসেছে। ফাউল না করে তৃণমূল জিততে পারবে না।”