কলকাতা

মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রেও সিসিটিভি বসানোর সিদ্ধান্ত

আগামী মাধ্যমিক পরীক্ষার সময় সমস্ত পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এবার সেই পথে হাঁটতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও । উচ্চমাধ্যমিক পরীক্ষায় টুকলি বা প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি বসানো-সহ একাধিক পদক্ষেপ নিতে পারে সংসদ। সূত্রের খবর, চলতি বছরে রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে স্কুলগুলিতে পরীক্ষার পরিকাঠামো-সহ একাধিক বিষয় খতিয়ে দেখতে বিভিন্ন এলাকায় যাচ্ছেন সংসদের কর্তা ও আধিকারিকরা। টুকলি রুখতে এবং কোনওরকমের অনিয়ম ঠেকাতে এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়েও বাড়তি সতর্ক উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে প্রতি বছরই রাজ্যের অতি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলির তালিকা প্রস্তুত করা হয়। সেই তালিকা অনুযায়ী পরীক্ষাকেন্দ্রগুলিতে চলে নজরদারি। এবারে আরও তৎপরতার সঙ্গে নজরদারি চালাতে চলেছে সংসদ। সূত্রের খবর, রেডিও ফ্রিকোয়েন্সি যুক্ত মেটাল ডিটেক্টর ব্যবহার করা হতে পারে স্পর্শকাতর সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে। পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় পড়ুয়া ও শিক্ষকদের চেক করা হবে। এমনকি বসানো হতে পারে সিসিটিভিও। ইতিমধ্যে এই বিষয়ে রাজ্যের জেলা প্রশাসনগুলির সঙ্গে বৈঠকে বসেছে উচ্চমাধ্যমিক সংসদ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জেলা সফরে যাচ্ছেন। স্কুলগুলির সঙ্গে কথাবার্তাও বলা হচ্ছে সংসদের তরফে। সামগ্রিকভাবে সমস্ত বিষয় খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংসদ সূত্রে খবর।