রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়েছে একাধিক জেলা। অশান্তির জেরে বিভিন্ন বুথে ব্যালট বাক্স ছিনতাই ও ছাপ্পা ভোটের ঘটনা ঘটেছে। যে কেন্দ্রগুলিতে ভোট লুঠ হয়েছে বা ব্যালট বাক্স ছিনতাই হয়েছে সেগুলিতে পুনরায় ভোট গ্রহণ করা হবে কি না তা আজ অর্থাৎ রবিবার রাতে জানানো হবে বলে জানালেন রাজ্য নির্বাচন কমিশনার। রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজীব সিনহা বলেন, পুনরায় ভোটগ্রহণ করা হবে কি না সেই বিষয়ে রবিবার রাতে জানানো হবে। উল্লেখ্য ইতিমধ্যে বিরোধী দলগুলি পুনরায় ভোটের জন্য দাবি তুলেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি রাজ্যে ৩৫৫ বা ৩৫৬ ধারা জারির দাবিও তুলেছেন তিনি।


