দেশ

‘অগ্নিপথ’ প্রত্যাহারের কোন প্রশ্নই নেই, সাফ জানিয়ে দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল

দেশজুড়ে অশান্তির আগুন দাউ-দাউ করে জ্বললেও সেনায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’ প্রকল্প প্রত্যাহারের প্রশ্ন নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। মঙ্গলবার এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেন, ‘দেশের স্বার্থের কথা মাথায় রেখে বড় রাজনৈতিক ঝুঁকি নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেনাকে শক্তিশালী ও প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তুলতেই অগ্নিপথ প্রকল্প নিয়ে আসা হয়েছে।’  এদিন মোদি সরকারের অন্যতম নীতি-নির্ধারক তথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সেই সম্ভাবনা পুরোপুরি নাকচ করেছেন। তাঁর কথায়, ‘দেশের সেনাবাহিনীতে তারুণ্যের জোয়ার আনার কথা অনেক প্রধানমন্ত্রীই ভেবেছিলেন। কিন্তু কেউই ঝুঁকি নেওয়ার সাহস দেখাতে পারেননি। একমাত্র নরেন্দ্র মোদিই দেশের স্বার্থের কথা ভেবে বড় রাজনৈতিক ঝুঁকি নিয়েছেন। দেশের স্বার্থে যদি এর জন্য বড় মূল্য চোকাতে হয়, তাহলেও পিছোবেন না তিনি।’ পাশাপাশি অগ্নিবীর নিয়োগের পক্ষে সাফাই দিতে গিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন,  ‘বিশ্বে তরুণদের সংখ্যার নিরিখে ভারত অনেক এগিয়ে। অথচ সেনাবাহিনীতে তরুণদের সংখ্যা ভীষণ কম। তারুণ্য আনতেই ‘অগ্নিবীর’দের নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। এতে একদিকে যেমন সেনাতে তরুণদের সংখ্যা বাড়বে