কলকাতা

দক্ষিণবঙ্গে সরস্বতী পুজোয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

 হাওয়া অফিস বলছে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।সরস্বতী পুজোর দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায়।বৃহস্পতিবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে। তার আগে আজ কয়েক পশলা ভিজবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। গত সপ্তাহের পর আগামী সপ্তাহেও বৃষ্টির জেরে উত্তরে হাওয়া বাধা পাবে। মঙ্গলবার বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের হালকা বৃষ্টির পূর্বাভাস। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতায় আজ, রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি কম। বৃহস্পতিবারের মধ্যে ৪-৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।