কলকাতা

বৃহস্পতি ও শুক্রবারে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা

উত্তর ছত্তিশগড় থেকে বিদর্ভ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখার জন্য সোমবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রমেঘ সৃষ্টিসহ ঝড়বৃষ্টি হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় কোনও কোনও জায়াগায় হাল্কা বৃষ্টি হয়েছে সন্ধ্যার পর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির মাত্রা বাড়বে। নিম্নচাপ অক্ষরেখার অবস্থান করার পাশাপাশি বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এর প্রভাবে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের মাত্রা বাড়বে। এই পরিস্থিতিতে শক্তিশালী বজ্রমেঘ সৃষ্টি হবে ওইসময়ে। ওই দু’দিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে। কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।