কলকাতা

এবার লক্ষ্মীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর

দুর্গাপুজোর পর এবার লক্ষ্মীপুজোতেও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। দুপুরের দিকে কলকাতায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে রোদ ঝলমলে আকাশ থাকলেও বেলায় গড়তেই আকাশ মেঘলা হবে। এদিকে, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশে। সেখান থেকেই একটি অক্ষরেখা উত্তর পূর্ব উত্তরপ্রদেশ প্রযন্ত বিস্তৃত হয়েছে। এর জেরে বাংলায় জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে। ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েই যাচ্ছে। আরও চার থেকে পাঁচদিন দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাবে কলকাতা সহ পার্শ্ববর্তী অংশে।