খেলা

টোকিও ওলিম্পিকস-এ রুপো জিতলেন মীরাবাঈ চানু

টোকিও ওলিম্পিকস-এ ভারতকে প্রথম পদক উপহার দিলেন ভারোত্তোলক মীরাবাঈ চানু।  মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলন প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে রুপো  জিতলেন তিনি। মীরা বাঈ চানুর পদক জয়ের খবরে খুশি মণিপুরবাসী। উল্লাসে ফেটে পড়লেন তার পরিবার ও প্রতিবেশিরা। চানুকে অভিনন্দন জানালেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ট্যুইটারে তিনি লেখেন, ‘আজ তুমি দেশকে গর্বিত করেছ।’ পাশাপাশি, তাঁর এই জয়ে শুভেচ্ছা ও ধন্য‌বাদ জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও। ইম্ফলে চানুর আত্মীরা জানা, আমরা আজ খুবই খুশি। এটা কঠোর পরিশ্রমের ফল। মণিপুর সহ ভারত আজ গর্বিত। ইতিহাস সৃষ্টির পরেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন চানু। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের নামজাদা ব্যক্তিত্ব মীরাবাঈকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘ভারোত্তোলনে মহিলাদের ৪৯ কেজি বিভাগে রৌপ পদক জয়ের জন্য মীরাবাঈ চানুকে আন্তরিক অভিনন্দন। তুমি আমাদের সবাই খুবই গর্বিত করেছো। তোমার এই সাফল্য সবার কাছে অনুপ্রেরণা।’