এখনও করোনা ভাইরাসের চোখ রাঙানি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কিন্তু ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখেই স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো, আগামিকাল ১৬ নভেম্বর থেকে খুলছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়। ফিরতে চলেছে, শিক্ষা প্রতিষ্ঠানের পুরনো ছবি। তবে স্কুল কলেজ খোলার আগে সব চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে পরিচ্ছন্নতায়। কিন্তু তার আগেই শিক্ষা দফতর স্পষ্ট করেছে বেশ কিছু নয়া নিয়মবিধি। যেগুলি অবশ্যই মেনে চলতে হবে কোভিড পরবর্তী স্কুলে ক্লাস চলাকালীন। একনজরে দেখে নেওয়া যাক নয়া গাইডলাইনগুলি –
🔴 নবম ও একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে সকাল ১০টা থেকে দুপুর ৩টে ৩০ পর্যন্ত
🔴 দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস সকাল ১১টা থেকে বিকেল ৪ টে ৩০ পর্যন্ত
🔴 স্কুল শুরুর আধ ঘণ্টা আগে এসে পৌঁছতে হবে পড়ুয়াদের
🔴 মঙ্গলবার থেকে শুরু হবে প্র্যাকটিকাল ক্লাসও
🔴 দূরত্ববিধি মানতে হবে। একটি বেঞ্চে দু’জন করে বসবে। পরের বেঞ্চে বসবে এক জন
🔴 করিডোর, গেটের সামনে গোল দাগ কেটে দিতে হবে
🔴 স্কুলে অভিভাবকরা ঢুকতে পারবেন না আপাতত
🔴 স্কুল, কলেজের পড়ুয়ারা হার, দুল সহ কোনও গয়নাই করতে পারবে না
🔴 স্কুলে রান্না করা মিড ডে মিল দেওয়া হবে না। সেক্ষেত্রে, আগের মতোই বাড়িতে মিড ডে মিলের সরঞ্জাম দিয়ে দেওয়া হবে
🔴 খেলাধুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান এখন বন্ধ থাকবে
🔴 পড়ুয়ারা টিফিন শেয়ার করতে পারবে না
🔴 বই দেওয়া–নেওয়া যাবে না
🔴 স্কুলে জাঙ্কফুড খাওয়া যাবে না
🔴 সব সময় ক্লাসে উপস্থিত থাকবেন এক জন করে শিক্ষক
🔴 প্রয়োজনে পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মীদের স্টাফ স্পেশাল ট্রেনের পাস দেওয়া হবে। তা ইস্যু করতে পারবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান
🔴 হোস্টেল খোলা যাবে। তবে কড়া কোভিড বিধি মানতে হবে
🔴 হোস্টেলে রাখতে হবে আইসোলেশন রুম


