কলকাতা

মঙ্গল এবং বুধে ফের কমবে তাপমাত্রা !

রাজ্যে গত কয়েকদিন ধরে উধাও ঠান্ডা। অনেকের বাড়িতেই চালাতে হচ্ছে ফ্যান। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর আশঙ্কার কথা শোনালো। আগামীকাল এবং বুধবার এই দুদিন গোটা রাজ্যে ফের কমবে তাপমাত্রা। এর মধ্যে উল্লেখযোগ্য ভাবে তাপমাত্রা কমবে আগামীকাল মঙ্গলবার রাতে। প্রায় তিন ডিগ্রী তাপমাত্রার পতন ঘটবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সোমবার এই খবর জানান । তিনি বলেন, ফের বৃহস্পতিবার থেকে আবার রাজ্যে ঠান্ডার প্রভাব কমবে। বাড়তে শুরু করবে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ সব জায়গাতেই যেটা মিনিমাম টেম্পারেচার তার থেকে আরেকটু নামার সম্ভাবনা থাকছে অর্থাৎ পারা পত্তনের সম্ভাবনা থাকছে ।ঠান্ডা বাড়বে দু থেকে তিন ডিগ্রি। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে-তে এবং ১৫ ফেব্রুয়ারি এই ঠান্ডা অনুভব করা যাবে। আবার ১৬ তারিখ থেকে টেম্পারেচার গ্রাজুয়েলি আস্তে আস্তে বাড়তে থাকবে। এই মুহূর্তে বৃষ্টির কোথাও কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ কোন জায়গাতেই। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ার এবং কোচবিহারে মাঝারি কুয়াশা সম্ভাবনা থাকবে আগামী ৪৮ ঘণ্টাতে।