কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। ক্রমশ পিছিয়ে পড়ছে রাজ্যের শাসক দল বিজেপি। কংগ্রেস ম্যাজিক ফিগার টপকে ১২০টি-র বেশী আসনে এগিয়ে রয়েছে। সেখানে বিজেপি এগিয়ে ৬৮টি-তে। ফলের প্রবণতা আসতেই সাংবাদিকদের সামনে এসে মুখ খুললেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়া। করোনা কালে রাজ্যের মানুষদের মধ্যে অসন্তোষ রুখতে ইয়েদিরাপ্পাকে সরিয়ে মুখ্যমন্ত্রী পদে বাসবরাজ বোম্মাইকে বসান অমিত শাহ, জেপি নাড্ডারা। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বললেন, “এটা পরিষ্কার নির্বাচনে আমরা ছাপ রাখতে পারিনি। পুরো ফলপ্রকাশ হলে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব। জাতীয় দল হিসেবে আমরা শুধু বিশ্লেষণ করব না, বিভিন্ন স্তরে আমাদের কী ত্রুটি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ফলকে আমরা আমাদের এগিয়ে যাওয়ার ভিত্তি হিসেবেই দেখছি।”প্রার্থী বাছাই নিয়ে বিজেপির অন্দরে ব্যাপক অসন্তোষ ছিল। বিজেপি সরকারের দুর্নীতিও নির্বাচনে বড় ইস্যু ছিল।