বিজেপি বিরোধী নতুন জোটের নাম হতে চলেছে দেশের নামেই। ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া । মঙ্গলবার বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির চলতি বৈঠকের মাঝে প্রাথমিকভাবে এমনটাই জানা গিয়েছে ৷মঙ্গলবার তৃণমূল কংগ্রেস জাতীয় মুখপাত্র ডেরেক ও ব্রায়েনের টুইটে এই নাম জল্পনা আরও বেড়েছে । বৈঠকের মাঝে এদিন ডেরেক টুইট করে জানান চক দে ইন্ডিয়া ৷ এই ইন্ডিয়া কি তবে নতুন বিরোধী রাজনৈতিক দলের জোটের নাম। বাড়ছে জল্পনা। বিকেল চারটের সময় অনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন রয়েছে। সেই সাংবাদিক সম্মেলন থেকে জোটের নাম সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা হতে পারে । তৃণমূলের ডেরেকের পাশাপাশি ইন্ডিয়া নাম লিখে টুইট করেছেন শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা প্রিয়াঙ্কা চতুর্বেদীও ৷ সেখানে লেখা তাহলে 2024 এ হবে টিম ইন্ডিয়া বনাম টিম এনডিএ ৷ চক দে ইন্ডিয়া মনে করা হচ্ছে বিরোধী জোটের এই নাম গঠনে প্রত্যেকটি শব্দই ভাবনা চিন্তা করে নেওয়া হয়েছে । বিরোধীদের বারবরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে কিছু বললে দেশবিরোধী তকমা জুড়ে দেওয়া হয় । তাই প্রথম থেকেই ইউপিএ এই নামটি পরিবর্তনের পক্ষে ছিল একাধিক বিরোধী রাজনৈতিক দল । সেখান থেকে নতুন নাম ভাবতে গিয়ে যতদূর জানা যাচ্ছে প্রত্যেকটি শব্দই ভাবনাচিন্তা করে নেওয়া হয়েছে ৷ যেমন বিভাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ভাবনা তুলে ধরতে ইনক্লুসিভ শব্দটি রাখা হয়েছে ।


