বিজ্ঞান-প্রযুক্তি

গ্রুপ অ্যাডমিনদের জন্য সুখবর! হোয়াটসঅ্যাপে আসছে বড় বদল

হোয়াটস অ্যাপ গ্রুপ অ্যাডমিনদের জন্য সুখবর! একগুচ্ছ নতুন ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। তবে এই সুবিধা শুধুমাত্র উপভোগ করতে পারবেন গ্রুপ অ্যাডমিনরাই। জানা যাচ্ছে, বৃহস্পতিবার থেকেই এই অ্যাপটি গুগল প্লে বেটা প্রোগ্রামের মাধ্যমে প্লে স্টোরে আপডেটের জন্য়ে পাওয়া যাবে। তবে এই অ্যাপের নতুন সংস্করণটি কাজ করবে শুধুমাত্র Android 2.22.19.17 ভার্সনে। নতুন ভার্সনের  আপডেটটি থেকে মূলত দু’টি সুবিধা পাওয়া যাবে। এক) গ্রুপের যে কোনও মেসেজ গ্রুপ থেকে ‘Delete For Everyone’ (সকলের জন্য মুছে দেওয়া) করে দেওয়ার সুবিধা। এবং দুই) গ্রুপের স্টেটাস আপডেট সংক্রান্ত বেশ কিছু সুযোগ সুবিধা। WA Beta Info-এর তরফ থেকে টুইট করেও এই বিষয়ে জানানো হয়েছে।  এই সুবিধাটি কিছুদিন আগে পর্যন্তও শুধুমাত্র গুটিকয়েক বেটা ইউজারদের জন্য সীমাবদ্ধ ছিল। তবে এবার থেকে এই সুবিধা পাবেন সকল গ্রুপ অ্যাডমিন ইউজাররাই।