কলকাতা

পর্ষদের নয়া কমিটির প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’র একের পর এক অভিযোগ সরিয়ে স্বচ্ছতা আনতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। ১১ সদস্যের অ্যাড হক কমিটি তৈরি করা হয়েছে। ওই কমিটিতে রয়েছেন লেখক নৃসিংহপ্রসাদ ভাদুড়ী, ভাষা শিক্ষিকা স্বাতী গুহ, উচ্চ শিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান কৌশিকি দাশগুপ্ত, সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার এবং অধ্যাপক রঞ্জন চক্রবর্তীর মতো বিশিষ্টজনেরা। এবার এই কমিটির প্রশংসা শোনা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখেও। প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন বোর্ড কমিটির প্রশংসা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিন বলেন, “এই নতুন কমিটিতে অনেক যোগ্য মানুষ আছেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভীক মজুমদারের মতন মানুষ রয়েছেন কমিটিতে। নতুন চেয়ারম্যানের গ্রিভান্স সেল তৈরি খুব ভাল পদক্ষেপ। আশা করি এই নতুন কমিটির মাধ্যমে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাজ ভালো হবে।” প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীদের উপস্থিতিতে আবেগঘন শোনায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “এসএসসি অফিসের আনাচ কানাচে আমার চেনা। প্রত্যেকটা ঘর, তলা সব চেনা। আমার আক্ষেপ হয় এই অফিসে আমাকে নির্দেশ দিয়ে CRPF ঢোকাতে হয়েছে। দুর্নীতির অভিযোগ ওঠাতেই CRPF নির্দেশ দিতে বাধ্য হয়েছি। অনেক ভাল ভাল মানুষ কাজ করেছেন কমিশনে। ব্যক্তিত্ব সিস্টেম মজবুত করতে বড় ভূমিকা নেয় স্কুল সার্ভিস কমিশন।