কলকাতা

‘চার্জশিট তৈরি, হেফাজতে রাখার কী প্রয়োজন?’ নারদ মামলায় আদালতে প্রশ্নের মুখে সিবিআই !

নারদা মামলায় ব্যাঙ্কশাল আদালতে শুরু হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) হাতে গ্রেফতার হওয়া নেতা-মন্ত্রীদের ভার্চুয়ালি শুনানি হয়। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই শুনানি ভার্চুয়ালি  করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মত নিজাম প্যালেসের সিবিআই দফতর থেকে ব্যাঙ্কশাল কোর্টে ভার্চুয়ালি চার্জশিট পেশ করা হয়। চারজনকেই হেফাজতে রাখার আবেদন জানাল সিবিআই। কিন্তু বিচারক অনুপম মুখোপাধ্যায় তাতে প্রশ্ন করেন “যেখানে ইতিমধ্যেই চার্জশিট প্রস্তুত সেখানে এই নেতা মন্ত্রীদের হেফাজতে রাখার প্রয়োজনীয়তা কোথায়?