মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব নিয়ে আলোচনা করার জন্য জরুরি বৈঠক ডাকল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই বৈঠকে বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। বৈঠকের এজেন্ডা ভাইরাসের সংক্রমণের রোধের উপায়, সমকামী এবং উভকামী পুরুষদের মধ্যে এর উচ্চ প্রবণতা, সেইসঙ্গে ভ্যাকসিন তৈরির সম্ভাবনা। মে মাসের শুরু থেকে ব্রিটেন, স্পেন, বেলজিয়াম, ইতালি, অস্ট্রেলিয়া, সুইডেন এবং কানাডা সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে মাঙ্কিপক্সের সংক্রমণ রিপোর্ট করা হচ্ছে। এছাড়াও মাঙ্কিপক্সে সংক্রমণের খবর মিলছে ফ্রান্স, বেলজিয়াম এবং জার্মানি থেকে। শুক্রবার ফ্রান্স, বেলজিয়াম
এবং জার্মানিতে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের খবর মেলে। ফ্রান্সে বছর ২৯-এর একজনের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরে পড়েছে। বেলজিয়ামের দুই শহরে ২ জন মাঙ্কিপক্সে আক্রান্ত। ইউরোপীয় দেশগুলির মধ্যে স্পেন, ইতালি, পর্তুগালেও মাঙ্কিপক্সে আক্রান্তের খবর মেলে। স্পেনে নতুন করে ১৪ জন মাঙ্কিপক্সে সংক্রমিত বলে খবর। ফলে স্পেনে এই মুহূর্তে মাঙ্কিপক্সে ২১ জনের আক্রান্ত হওয়ার খবর মিলছে। যা নিয়ে ইউরোপীয় দেশগুলিরর মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।