খাস কলকাতায় হেলে পড়ল আস্ত একটা গোটা চারতলা বাড়ি। ভেঙে পড়ল তার একতলার বেশ কিছুটা অংশও। আজ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে দক্ষিণ কলকাতার নেতাজি নগরের বিদ্যাসাগর কলোনির অনির্বাণ সংঘের কাছে। তবে পুলিস সূত্রে খবর, কোনও রকম হতাহতের খবর নেই। স্থানীয়দের একাংশের দাবি, ওই বাড়িটি কয়েক মাস আগেই বেঁকে গিয়েছিল। তারপর থেকেই বাড়িটির মালিক বাড়ি ছেড়ে অন্যত্র বাস করা শুরু করেন। তবে প্রযুক্তির সাহায্যে বর্তমানে বাড়িটিকে সোজা করার কাজ চলছিল। সেই কাজ চলাকালীনই বিপত্তি। স্থানীয়দের দাবি, ফ্ল্যাটটি নিয়ম মেনে তৈরি করা হয়নি। জলাজমি বুজিয়ে বাড়িটি তৈরি হয়েছিল। ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফ থেকে বাড়ির মালিকের বিরুদ্ধে নেতাজি নগর থানায় অভিযোগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।