দেশ

‘ধর্ষককে ভোটের টিকিট কেন?’ প্রশ্ন করতেই কংগ্রেসের মহিলা নেত্রীকে মার

উত্তরপ্রদেশঃ একদিকে যখন তাঁর দল হাথরস গণধর্ষণকাণ্ডের বিরুদ্ধে লড়ছে। আরেকদিকে, তখন তারাই কী করে উপনির্বাচনের জন্য ধর্ষণে অভিযুক্তে ভোটের টিকিট দিল। এই প্রশ্ন তুলে প্রতিবাদ করায় দলের পুরুষ কর্মীদের হাতের প্রহৃত হলেন উত্তর প্রদেশ কংগ্রেসের মহিলাকর্মী তারা যাদব। ধর্ষককে কেন ভোটের টিকিট দেওয়া হবে? প্রশ্ন করতেই দলীয় বৈঠকে প্রহৃত কংগ্রেসের মহিলা নেত্রী। ঘটনাস্থল উত্তরপ্রদেশ। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র সমালোচনার মুখে পড়েছে দল। একদিকে যখন হাথরাসে নির্যাতিতার জন্য বিচার চেয়ে সরব রাহুল-প্রিয়াঙ্কা, ঠিক তখনও দলের এমন কীর্তিতে তাঁদের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ উঠতে শুরু করেছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, উত্তরপ্রদেশের দেওড়িয়ায় কংগ্রেসের সভায় স্থানীয় নেত্রী তারা যাদবকে হেনস্তা করা হয়েছ। সে রাজ্যের উপনির্বাচনে কংগ্রেসের তরফে মুকুন্দ ভাস্কর নামে এক ব্যক্তিকে টিকিট দেওয়া হচ্ছে। তিনি আবার ধর্ষণে অভিযুক্ত বলে খবর। ধর্ষণে অভিযুক্তকে কেন নির্বাচনের টিকিট দেওয়া হচ্ছে, জানতে চাইতেই তারাদেবীর উপর অন্য কর্মীরা চড়াও হয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা কংগ্রেস কর্মী। সংবাদ সংস্থা এএনআই-এর ভিডিওতে দেখা গিয়েছে, কংগ্রেসের পুরুষকর্মীরা তারাদেবীকে ঘিরে ধরে হেনস্তা করতে শুরু করেন। এমনকী, তাঁকে মারধরও করা হয়।