পঞ্জাব এবং মহারাষ্ট্র কো অপারেটিভ ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডে সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতকে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই প্রেক্ষিতে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছেন শিবসেনা সাংসদ। বলেন, ‘বিজেপির ফাইলও আছে আমার কাছে। ১২১ জনের নাম আছে তাতে। সেটা ইডির হাতে তুলে দেব।’ বর্ষা রাউতকে আগেও দু’বার তলব করেছে ইডি। সেই দু’বারই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি যাননি। এই বার তিনি যদি না যান, তাহলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই প্রসঙ্গে শিবসেনা নেতা বলেন, ‘ইডি বা সিবিআই–এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গুরুত্ব কমে আসছে দিনে দিনে। আগে এই সংস্থাগুলো কোনও পদক্ষেপ করলে মনে করা হত, বিষয়টা সত্যিই গম্ভীর। কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, একটি নির্দিষ্ট দল রাজনৈতিক দিক দিয়ে প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠলেই এই সংস্থাগুলি সক্রিয় হয়ে ওঠে।’ পিএমসি কাণ্ডে অভিযুক্ত প্রবীণ রাউত কাদের সঙ্গে টাকাপয়সা আদান–প্রদান করেছেন, তা তদন্ত করতে গিয়েই উঠে আসে বর্ষা রাউতের নাম। সঞ্জয় রাউত বলেন, ‘রাজনীতিতে সামনাসামনি হয়ে লড়াই করা উচিত। আমি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছি। শিবসেনা জবাব দেবে। আতঙ্কিত হওয়ার কারণ নেই।’