দুই সন্তানের সঙ্গে মন্দিরে পুজো দিয়ে বাসে করে ফিরছিলেন মহিলা। সেই বাসেই ঘটে গেল মহা বিপদ। জানা গিয়েছে, যখন মহিলা মন্দির থেকে ফিরছিলেন সেই সময়, বাসেই তাঁর দুই সন্তানের সামনে বাসের চালক, হেল্পার এবং কন্ডাক্টর তিনজন একসঙ্গে মিলে মহিলাকে গণধর্ষণ করে। যদিও পুলিশের তরফ থেকে ঘটনাটি চাপানোর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ। কিন্তু তারপর বিজয়নগরেরে এসপি শ্রীহরি বাবু বিএল তাঁর উদ্যোগে গোটা ঘটনার তদন্ত শুরু হয়। পুলিশের মতে, ওই মহিলা ৩১ মার্চ বিজয়নগর জেলা দুই ছেলেকে সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দিতে এসেছিলেন। ফিরতে দেড়ি হওয়ার কারণে অনেক দেড়িতে একটি বাসে ওঠেন। সেই সময় বাসে ৭-৮ জন প্যাসেঞ্জার ছিলেন। যখন অন্যান্য যাত্রীরা নেমে যান তারপরেই তিনজন মিলে এই ঘটনাটি ঘটায়। সূত্রের মতে, বাস চালক প্রথমে একটি ফাঁকা জায়গায় বাসটি নিয়ে যায়। তারপর বাচ্চাদুটির মুখে কাপড় বেঁধে পেছনে নিয়ে যাওয়া হয়। তারপর ওই মহিলার হাত বেঁধে সন্তানদের সামনেই গণধর্ষণ করে ওই তিন। তিন অভিযুক্ত, চালক প্রকাশ মাদিভালারা, কন্ডাক্টর সুরেশ এবং হেল্পার রাজাশেখর। জানা গিয়েছে এদের মধ্যে একজনের নামে ইতিমধ্যেই ৭টি কেস রয়েছে। এছাড়াও পুলিশ ২ হাজার টাকা দিয়ে বলে নতুন জামাকাপড় কিনে এখানেই সব শেষ করে দাও। নইলে পরবর্তীতে সমস্যা হতে পারে। তারপর মহিলা এবং তাঁর সন্তানদের ওই মহিলাদের ছেড়ে আসে। পরবর্তীতে শ্রীহরি বাবুর সাহায্যে ফের থানায় যান নির্যাতিতা। দায়ের করা হয় অভিযোগ। গ্রেফতার হয় তিনজন।
