ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ঠাকুরপুকুর বাখরাহাট রোডের বাসিন্দা অনিমা সর্দারের (৩৫)।বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন । বৃহস্পতিবার সকালে হাসপাতালে নিয়ে গেলে এম আর বাঙ্গুর হাসপাতালে পরে তার মৃত্যু হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।কলকাতা পৌরসভার তরফ থেকে কোনরকম ভাবে কোনো তৎপরতা নেওয়া হয় না এলাকায় বলে অভিযোগ বাসিন্দাদের। তাদের আরো অভিযোগ মৃত্যুর পরে চারিদিকে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে গেছে । এর আগে কখনো কর্পোরেশন আসেনি। পাশ একটি জঙ্গল রয়েছে সেই জঙ্গলকে কোন রকম ভাবে পরিষ্কার করা হয় না পৌরসভার পক্ষ থেকে। কলকাতা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি এলাকাতে জঙ্গল পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডেঙ্গি প্রসঙ্গে ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন,সারা বছর সজাগ ও সচেতন করি শহরবাসীকে। তাও মানুষের সচেতনতার অভাব। একটি শিশু ডেঙ্গিতে মারা গেছে। তার বাড়ি গিয়ে আমরা লার্ভা পেয়েছি। শহরে ২২২ বর্গ কিলোমিটার এলাকা। আর আপনারা রোজ বলেন শহরে ফের ডেঙ্গিতে মৃত্যু। কিন্তু যারা মারা যাচ্ছে, তারা কেউই তো এই শহরের লোক নয়।