ক্রাইম দেশ

রাজস্থানে মেডিক্যাল কলেজের আইসিইউ-তে মহিলাকে ধর্ষণের অভিযোগ নার্সিং স্টাফের বিরুদ্ধে

রাজস্থানে চাঞ্চল্যকর ঘটনা। মেডিক্যাল কলেজের আইসিইউ-তে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল হাসপাতালেরই নার্সিং স্টাফের বিরুদ্ধে। গত ৪ জুনের এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের তরফে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করা হচ্ছে। ঘটনা ঘিরে গোটা দেশেই শোরগোল পড়েছে। পরিবারের দাবি, আইসিউ-তে মহিলাকে রাতে অচেতন করার ইঞ্জেকশন দিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। মহিলা সেই সময় কিছুটা সংজ্ঞায় থাকলেও বাধা দেওয়ার মতো অবস্থায় ছিলেন না।  পরে সকালে তন্দ্রার ভাব কিছুটা কাটলে, তিনি গোটা ঘটনার বিষয়ে স্বামীকে জানান। এরপরই অভিযোগ দায়ের করা হয়। নির্যাতিতার স্বামীর দাবি, ঘটনার কথা জানতে পেরে তিনি প্রথমে বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছেই দরবার করেছিলেন। কিন্তু, উল্টে কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। এরপরেই বিষয়টি নিয়ে থানার দ্বারস্থ হন নির্যাতিতার স্বামী। পুলিসের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিস।