খাস কলকাতায় প্রৌঢ়া বাউল শিল্পীকে ধর্ষণের অভিযোগ। জানা গেছে মঙ্গলবার দুপুরে পেশায় বাউল শিল্পী দোকান থেকে বাড়ি ফিরছিলেন ৷ ফেরার পথে বৃষ্টি শুরু হলে, রাস্তার ধারে একটি ছাউনিতে দাঁড়িয়ে ছিলেন তিনি ৷ অভিযোগ সেই সময় এক দুষ্কৃতী সেখানে আসে এবং মহিলাকে ধারাল অস্ত্র দেখিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যায় ৷ আর সেই নির্জন জায়গায়, তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ বিষয়টি কাউকে না-জানাতে হুমকি দেয় অভিযুক্ত ৷ নির্যাতিতা প্রথমটায় পুলিশে অভিযোগ জানাননি ৷ সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় পরিবারের সদস্যদের বিষয়টি জানান ৷ এর পরেই উল্টোডাঙা মহিলা থানায় লিখিত অভিযোগ জানান ৷ কিন্তু, উল্টোডাঙা থানা থেকে ১ হাজার টাকার বিনিময়ে মামলাটি তুলে নিতে পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগ করেছেন মহিলা ৷ এর পর মহিলার পরিচিতরা সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরলে অভিযোগ গ্রহণ করে পুলিশ। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা। হয়েছে মেডিক্যাল পরীক্ষা। এই ঘটনায় লালবাজারের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করেছে ৷ লালবাজারের মহিলা আধিকারিকরা মহিলার সঙ্গে কথা বলছেন ৷ নির্যাতিতার বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে ৷ ঘটনাস্থল একেবারে নির্জন এবং সিসিটিভি ক্যামেরাও ছিল না ৷ ফলে মহিলার বয়ান এবং অভিযুক্তের স্কেচের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা ৷ তবে, উল্টোডাঙা মহিলা থানার তরফে টাকা দেওয়ার বিষয়টি নিয়ে কিছু জানাতে চাননি লালবাজারের আধিকারিকরা ৷ কলকাতা পুলিশের সাইন্টিফিক উইংয়ে গোয়েন্দারাও তদন্তে নেমেছে৷ এই ঘটনায় রাতের কলকাতায় মহিলাদের নিরাপত্তা ফের প্রশ্নের মুখে। নির্যাতিতা মহিলা জানিয়েছেন, তিনি একজন সরকারি ভাতাপ্রাপ্ত বাউলশিল্পী। মঙ্গলবার উলটোডাঙার ডালপট্টিতে দরকারি কাজে গিয়েছিলেন তিনি। দুপুরে ফেরার সময় তাঁর গলায় ধারাল অস্ত্র ধরে রেল লাইনের ধারে জনবিরল জায়গায় নিয়ে যায় এক দুষ্কৃতী। সেখানে মহিলার কাছ থেকে গয়না ও টাকা লুঠ করে সে। এর পর তাঁকে ৩ ঘণ্টা ধরে ধর্ষণ করে ওই দুষ্কৃতী। ঘটনার কথা কাউকে জানালে খুনের হুমকি দেয় বলে অভিযোগ।