ভাইরাল

Amazon: অনলাইনে অর্ডার করেন এয়ার ফ্রায়ার, বাড়িতে এল বিশাল আকৃতির জীবন্ত গিরগিটি

কলোম্বিয়ার এক মহিলা অনলাইনে অর্ডার করেন এয়ার ফ্রায়ার। কিন্তু বাড়িতে এল বিশাল আকৃতির জীবন্ত গিরগিটি। জানা গিয়েছে, প্যাকেজটি আসে অ্যামাজন থেকে। সোফিয়া নামে ওই মহিলা ভয়ংকর ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। যা ইতোমধ্যেই ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে। নেটিজেনরা এটি দেখে ক্ষোভে ফেটে পড়েছে। সোভিয়া এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করেন। লেখেন, ‘এয়ার ফ্রায়ার অর্ডার করেছিলাম। কিন্তু তার সঙ্গে এল আর এক সঙ্গী। বুঝতে পারছি না, এটি অ্যামাজনের দোষ নাকি কুরিয়ার সংস্থার।’ মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, সোফিয়া নিজের বাড়ির জন্য এয়ার ফ্রায়ার অর্ডার করেছিলেন। পার্সেলটি পাওয়ার পরে, তিনি সেখানে এক বিশাল আকৃতির গিরগিটিকে দেখতে পান। দেখা মাত্রই তিনি স্বাভাবিকভাবেই প্রচন্ড ভয় পেয়ে যান। আরও জানা গিয়েছে, গিরগিটিটি স্প্যানিশ রক লিজার্ড নামে পরিচিত। তবে ডেলিভারি সংস্থা এখনও পর্যন্ত এটির কোনও সমাধান করতে পারেনি। অন্যদিকে সোফিয়ার পোস্টটি নেটপাড়ায় দ্রুত গতিতে ভাইরাল হয়েছে। যা ইতোমধ্যেই ৪.১ মিলিয়ন ভিউ পেয়েছে। তারই সঙ্গে মিশ্র প্রতিক্রিয়ায় কমেন্টের বন্য়া বয়ে গিয়েছে।