বিদেশ

হিজাব না পরার অপরাধে গ্রেফতার, লকআপে তরুণীর মৃত্যুর জেরে উত্তপ্ত ইরান

 হিজাব না পরার অপরাধে তরুণী মাশা আমিনির গ্রেফতার ও পরে পুলিশ লকআপে তাঁর মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশ তপ্ত হচ্ছে ইরান। তরুণীর অন্ত্যেষ্টিতে সামিল হন শতাধিক মহিলা। তারা প্রত্যেকে হিজাব খুলে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়। ফাটাতে হয়েছে টিয়ারগ্যাসের শেল। তাতেও প্রতিবাদীদের দমিয়ে রাখা যায়নি। তারা সমবেত ভাবে ইরান সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। রাস্তায় নেমে প্রতিবাদের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অনেকে এই মৃত্যুর নিন্দা করেছেন। তাদের সকলের দাবি, সময় সঙ্গে

সঙ্গে নিজেদের বদলে ফেলতে হয়। জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে ইরানে বসবাসকারী মহিলাদের হিজাব না পরার অনুরোধ জানিয়ে আসছিল। সেই আবেদনে ব্যাপক সাড়া মেলে। অন্যদিকে, পুলিশ নীতিশিক্ষার পাঠ দিতে শুরু করে। রাস্তায় কোনও মহিলাকে হিজাব ছাড়া দেখলেই তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মোটা টাকা জরিমানা করে। পুলিশের এই জুলুমবাজিতে ক্ষোভের আগুন ক্রমশ চওড়া হতে শুরু করে। আর মাশা আমিনির লক আপে মৃত্যুর ঘটনায় সরকার রীতিমতো বিপাকে। যদিও পুলিশ যাবতীয় অত্যাচারের অভিযোগ অস্বীকার করেছে।