জেলা

ব্যক্তিগত আক্রোশে টিটাগড়ের স্কুলে বোমাবাজি, জানালেন অলক রাজোরিয়া

ব্যক্তিগত আক্রোশের জেরে টিটাগড়ের স্কুলে বোমা ছুঁড়েছেন ধৃতরা। প্রাথমিক তদন্তের পর এমনটাই জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি অলক রাজোরিয়া। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি এ কথা জানান। এদিন ধৃতদের নাম পরিচয় প্রকাশ করেছে পুলিশ। ধৃত চারজনের নাম যথাক্রমে, মহম্মদ আরিয়ান, বাবলু, সাদিক এবং রেহান। রবিবার সাংবাদিক বৈঠক করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি অলক রাজোরিয়া জানান, ধৃত চার যুবকের মধ্যে তিনজনই ওই স্কুলের প্রাক্তন ছাত্র। ব্যক্তিগত আক্রোশের জেরে এই বোমা হামলা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ধৃতদের সবার বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। অভিযুক্তদের আদালতে তুলে পুলিশের তরফে ১৪ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি এদিন আরও জানান, ধৃত রেহানের বাড়ি থেকে ১০টি তাজা বোমা পাওয়া গিয়েছে। যে বোমাগুলির সঙ্গে স্কুলে ছোঁড়া বোমার মিল পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে দাবি, স্কুলের কয়েকজন পড়ুয়ার সঙ্গে অভিযুক্ত যুবকদের ব্যক্তিগত শত্রুতা ছিল। সেই শত্রুতার জেরে এই বোমা ছোঁড়া হয়। স্কুলের কাছে এক বাড়ি থেকে স্কুলের ছাদে বোমা ছোঁড়া হয় বলে তদন্তকারীরা জানতে পেরেছেন।