১৯ বছর পর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জয় ভারতের। জ্যাভলিনে রুপো জয় নীরজ চোপড়ার। ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিনে ছুড়ে রুপো পেলেন তিনি। ২০০৩ সালে অঞ্জু ববি জর্জের পর বিশ্বচ্যাম্পিয়নশিপে আবার পদক জিতল ভারত। ১৯ বছর পর নীরজের সৌজন্যে ফের পদক দেশের ঝুলিতে । রবিবাসরীয় একই ইভেন্টে সোনা হাতছাড়া করলেন না অ্য়ান্ডারসন পিটার্স । ফাইনালে এদিন প্রথম থ্রো-য়েই স্বর্ণপদক নিশ্চিত করা
গ্রেনাডার বর্শাবাহকের সেরা থ্রো-টা (৯০.৫৪ মিটার) যদিও করলেন একেবারে শেষ প্রচেষ্টায় । প্রথম জ্যাভলিন থ্রোয়ার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক ধরে রাখলেন গ্রেনাডার অ্য়াথলিট ।অলিম্পিকস অ্যাথলেটিক্সে দেশকে প্রথম পদক এনে দেওয়া নীরজ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় পদক এনে দিলেন ভারতকে ।