বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বে এই প্রথম! পোল্যান্ডের কলম্বিয়ান রাম কোম্পানির সিইও পদে এআই রোবট

মানুষের হাতের তৈরি রোবটের নির্দেশে চলছে কোম্পানি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এতো দিন রোবট চলত মানুষের নির্দেশনায়। এবার রোবটের নির্দেশে চলবে মানুষ। পোল্যান্ডের একটি কলম্বিয়ান রাম (মদ) কোম্পানি তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও পদে একটি AI রোবটকে নিয়োগ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত ওই রোবটের নাম মিকা (Mika)। বিশ্বে এমন ঘটনা প্রথম ঘটল। পোল্যান্ডের ওই সংস্থার এই দূরদর্শী সিদ্ধান্তটি আলোড়ন ফেলে দিয়েছে গোটা বিশ্বজুড়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স কর্পোরেটের সঙ্গে মানব সভ্যতার এমন মেলবন্ধন ভবিষ্যতে কোটি কোটি মানুষের কর্মসংস্থান হারা হওয়ার আশঙ্কাকে যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। Dictador এবং Hanson Robotics-এর মেলবন্ধনে গবেষণা প্রকল্পের ফলাফল হল মিকা। এআই ক্ষমতা সহ মানুষের মতো রোবট তৈরিতে বিশেষজ্ঞ একটি বিখ্যাত কোম্পানি তৈরি করেছে মিকাকে (AI Robot Mika)। সংস্থার সিইও পদে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ওই রোবটটি নিযুক্ত হওয়ার পর থেকেই আলোড়ন পরে গিয়েছে বিশ্বজুড়ে।