দেশ

আদানি ইস্যুতে সুপ্রিমকোর্টের নজরদারিতে তদন্ত চেয়ে মামলা

আদানি ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস। দলের তরফ থেকে জয়া ঠাকুর সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়কে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছেন। মামলায় আদানি ছাড়াও ভারতের জীবন বিমা নিগম, ভারতীয় স্টেট ব্যাঙ্কের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তের  আর্জি জানিয়েছেন। আবেদন জানিয়েছেন, একযোগে কেন্দ্রীয় তদন্ত সংস্থা, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, ডিপার্টমেন্ট অব রেভেন্য়ু ইন্টেলিজ্যান্স, সিকিউরিট এক্সচেঞ্জে বোর্ড অব ইন্ডিয়া এবং সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশনকে দিয়ে যৌথভাবে এই তিনের বিরুদ্ধে তদন্তের। জয়া ঠাকুর মামলা বলেছেন, আদানির ঘটনাকে শুধুমাত্র জালিয়াতি এই শব্দের মধ্যে সীমাবদ্ধ করা যায় না। শিল্পপতি শুধু সংস্থার শেয়ার হোল্ডারদের সঙ্গেই প্রতারণা করেননি। এক জালিয়াতির প্রভাব পড় ভারতের অর্থবাজারে। আদানি এন্টারপ্রাইসের যে শেয়ারের দাম একসময় ছিল মাত্র ১৮ শো টাকা, সেই একই শেয়ার দাম বাড়িয়ে করা হয় ৩২ শো টাকা। সুপ্রিম কোর্টে ইতোমধ্যে দায়ের হয়েছে আরও দুটি জনস্বার্থ মামলা। মঙ্গলবার নতুন একটি মামলায় দায়ের হওয়ায় মোট মামলার সংখ্যা বেড়ে হল তিনি। একটি ঘটনা নিয়ে পরপর তিনটি জনস্বার্থ মামলা দায়ের হওয়ায় আইনজীবী মহলের একাংশ মনে করছে, সুপ্রিম কোর্ট রায় আদানির বিপক্ষে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।