কলকাতা

বাসের পর কলকাতার রাস্তায় সোমবার থেকে চলবে হলুদ ট্যাক্সি, ভাড়া ৩০ শতাংশ বেশি

বাসের পর এবার কলকাতার পথে চলবে হলুদ ট্যাক্সি। আগামী সোমবার থেকে রাজপথে পুরোদমে নামতে চলেছে কলকাতা ‘ট্রেড মার্ক’ হলুদ ট্যাক্সি। তবে লকডাউনে বাসের মতই ট্যাক্সির সওয়ারীদেরও গুনতে হবে বেশি ভাড়া। বৃহস্পতিবার রাজ্য পরিবহণ নিগমের আধিকারিকদের সঙ্গে ট্যাক্সি মালিক সংগঠনের কর্তাদের বৈঠক হয়। সেখানেই আগামী সোমবার থেকে কলকাতায় হলুদ ট্যাক্সির চলার বিষয়টি চূড়ান্ত হয়েছে। শুক্রবার বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল গুহ বলেন, ‘সরকারি নির্দেশিকা মেনে সর্বোচ্চ দু’জন সওয়ারী নিয়ে কলকাতায় ট্যাক্সি চলবে। যাত্রীদের পিছনের আসনে বসতে হবে। মিটারে যে ভাড়া উঠবে তার তুলনায় ৩০ শতাংশ বেশি টাকা ভাড়া হিসাবে ধার্য হবে।’ অর্থাত্‍, বর্তমানে ট্যাক্সিতে উঠলেই ভাড়া দিতে হয় ৩০ টাকা। লকডাউনের ফলে তা বেড়ে হল ৩৩ টাকা।