ইয়েমেনের উপকূলে ভয়াবহ নৌকাডুবি ! রবিবারের এই ঘটনায় ৬৮ জন আফ্রিকার অভিবাসীর মৃত্যু হয়েছে ৷ এখনও নিখোঁজ ৭৪ জন ৷ রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা (IOM) ভয়াবহ এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে ৷ কাজের খোঁজে প্রতি বছর হাজার হাজার আফ্রিকার অভিবাসী ইয়েমেনের এই দুর্গম সমুদ্রপথ পেরিয়ে সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশগুলিতে যাওয়ার চেষ্টা করেন । এই অঞ্চলে নৌকাডুবির ঘটনা এর আগেও ঘটেছে ৷ রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা (IOM) ইয়েমেন শাখার প্রধান আব্দুসাত্তোর ইসোএব জানান, রবিবার এডেন উপসাগরে একটি নৌকাডুবে গিয়েছে ৷ নৌকায় ১৫৪ জন ইথিওপিয়ার নাগরিক ছিলেন ৷ দুর্ঘটনার পর খানফার জেলায় ৫৪ জন অভিবাসীর দেহ ভেসে আসে ৷ আরও ১৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ৷ দেহগুলিকে উদ্ধারের পর ইয়েমেনের দক্ষিণ উপকূলে আবিয়ান প্রদেশের রাজধানী জিঞ্জিবারের একটি হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় । ভয়াবহ এই দুর্ঘটনায় ১২ জন অভিবাসী বেঁচে ফিরেছেন ৷ বাকিরা এখনও নিখোঁজ ৷ তবে তাঁদের মৃত বলে ধারণা করা হচ্ছে বলে জানান আব্দুসাত্তোর ইসোএব ৷ প্রকাশিত একটি বিবৃতিতে আবিয়ানের নিরাপত্তা দফতর জানায়, ঘটনার পরই অভিবাসীদের উদ্ধারের জন্য একটি উদ্ধারকারী দলকে নিয়োগ করা হয় ৷ বৃহৎ উপকূলীয় অঞ্চলের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল দেহগুলি ৷


