দেশ

যোগী সরকারকে লখিমপুর কাণ্ডের সব সাক্ষীদের সুরক্ষা দিতে হবে, দ্রুত জবানবন্দি রেকর্ডের নির্দেশ সুপ্রিম কোর্টের

লখিমপুর খেরি কাণ্ডের শুনানি ছিল মঙ্গলবার।  উত্তরপ্রদেশ সরকারকে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি দ্রুত রেকর্ড করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ সঙ্গে লখিমপুর খেরির হিংসাত্মক ঘটনার প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তার ব্যবস্থা করতে বলল সর্বোচ্চ আদালত ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রমানার নেতৃত্বে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলির ৩ সদস্যের বেঞ্চে লখিমপুরের মামলার শুনানি চলছে। মঙ্গলবার এই শুনানিতে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে আদালতে গিয়েছিলেন প্রবীণ আইনজীবী হরিশ সালভে। এদিন শুনানিতে আইনজীবী হরিশ সালভে আদালতকে জানান, এই ঘটনায় ২৩ জন প্রত্যক্ষদর্শীর বয়ান নেওয়া হয়েছে। রাজ্য সরকারকে ভর্ৎসনা করে প্রধান বিচারপতি বলেন, এত জন থাকার সত্বেও মাত্র এই কয়েকজনের জবানবন্দি কেন নেওয়া হয়েছে। লখিমপুর নিয়ে সিটের তদন্ত আদালতকে খুশি করতে পারেনি৷ ৪৪ জন সাক্ষীর মধ্যে ২৩ সাক্ষীর বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা৷ এদিন আদালত নির্দেশ দেয় উত্তরপ্রদেশ সরকারকে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করতে। ৩ বিচারপতির এই বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারের বিচারপতিদের সি আর পি সি – র ১৬৪ ধারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করতে বলে। এমনকী নির্দেশ দেওয়া হয় প্রত্যক্ষদর্শীদের বিশেষ সুরক্ষার ব্যবস্থা করতে। এই মামলার পরবর্তী শুনানি ৮ নভেম্বর।