দেশ

যোগীর বুলডোজার নীতি এবার মহারাষ্ট্রে! নাগপুর হিংসার ‘মূল অভিযুক্ত’ ফাহিম খানের বাড়ি গুঁড়িয়ে দিল পুরসভা

সোমবার নাগপুরের পুরসভা কর্তৃপক্ষ ফাহিম খানের বাড়ির অবৈধ অংশ ভেঙে ফেলেছে। নাগপুরের সাম্প্রতিক হিংসার ‘মাস্টার মাইন্ড’ এই ফাহিম। অভিযুক্ত ফাহিম খানের উপর কড়া নজরদারিও চালু হয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নিবশ স্বয়ং গত শনিবার প্রয়োজনে বুলডোজার নীতি প্রয়োগ করার ইঙ্গিত দিয়েছিলেন। ১৭ মার্চ নাগপুরের ঘটনায় মূলচক্রীর বিরুদ্ধে ৪৮ ঘণ্টা পরেই যোগীনীতির হাতে নাতে প্রমাণ মিলল।  এদিন সকালে বুলডোজার নিয়ে ফহিম খানের বাড়িতে পৌঁছয় নাগপুর পুরসভার দল। এ সময় বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। নাগপুর পুরসভা গত ২০ মার্চ ফাহিমের বাড়িতে গিয়ে অবৈধ নির্মাণ অংশ পরীক্ষা করে আসে। এবং তা ভেঙে বা সরিয়ে ফেলার জন্য ২৪ ঘণ্টার নোটিস দিয়ে আসে। পুর আধিকারিকদের দাবি, বাড়িটির বেআইনি অংশ ভেঙে ফেলার নির্দেশ রয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখেন নাগপুর পুলিস এবং পুরসভার আধিকারিকরা। এরপরই নিমেষের মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয় বাড়ির একাংশ। নাগপুর হিংসার ঘটনায় এখন পর্যন্ত ১১২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। হিংসার ঘটনায় তিনজন ডেপুটি কমিশনার অফ পুলিস অফিসার-সহ ৩৩ জন পুলিসকর্মী আহত হয়েছেন। মুখলসম্রাট ঔরঙ্গজেবের কবর সরানোর দাবিতে সম্প্রতি উত্তাল হয়ে উঠেছিল মহারাষ্ট্র। বিক্ষোভ শুরু করে হিন্দুত্ববাদী সংগঠনগুলি।