ক্রাইম দেশ

ফের বিজেপি শাসিত মহারাষ্ট্রে রাস্তা থেকে অপহরণ করে তরুণীকে গণধর্ষণের অভিযোগ

বিহারের পর মহারাষ্ট্র ৷ আবারও গণধর্ষণের অভিযোগ ৷ তরুণীকে রাস্তা থেকে গাড়িতে তুলে গণধর্ষণের অভিযোগ উঠল মহারাষ্ট্রের লোনাভালায় ৷ অপহরণ করার পর তরুণীর হাত-পা বেঁধে গণধর্ষণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ৷ পরে নির্যাতিতাকে চলন্ত গাড়ি থেকে রাস্তার ধারে ছুড়ে ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা ৷ এই ঘটনায় তদন্ত শুরু করে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ শনিবার সকালে ঘটনার কথা জানা গিয়েছে ৷ স্থানীয় পুলিশ আধিকারিক রাজেশ রামঘড়ে সাংবাদিকদের বলেন, “অভিযোগ পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে এক অভিযুক্তকে চিহ্নিত করা হয় ৷ তাকে গ্রেফতার করেছে লোনাভালা সিটি থানার পুলিশ ৷ সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চলছে ৷ অন্য অভিযুক্তরা এখনও ধরা পড়েনি ৷ তাদের সন্ধান চলছে ৷” পুলিশ সূত্রে খবর, 23 বছর বয়সি ওই তরুণী লোনাভালার টুংগারলি এলাকায় একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন ৷ এলাকায় নারায়ণী ধাম মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় একটি গাড়ি তাঁর পথ আটকায় ৷ তাঁকে জবরদস্তি ওই গাড়িতে টেনে তোলা হয় ৷ গাড়িতে তোলার পর তাঁর হাত-পা বেঁধে দেয় অভিযুক্তরা ৷ এরপর গাড়িটি বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ নির্যাতিতা তদন্তকারীদের জানান, গাড়িতে ৩ জন ছিল ৷ অভিযুক্তর প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে ৷ এরপর অভিযুক্তরা নির্যাতিতাকে ননগারগাঁও এলাকায় রাস্তার ধারে ফেলে দিয়ে পালিয়ে যায় ৷ শনিবার সকালে ঘটনার কথা প্রকাশ্যে আসে ৷ নির্যাতিতা অজ্ঞাতপরিচয় তিন যুবকের বিরুদ্ধে লোনাভালা সিটি থানায় অভিযোগ দায়ের করেন ৷ নির্যাতিতা তরুণীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয় ৷ পুলিশ ওই এলাকার সিসি ফুটেজ খতিয়ে দেখছে ৷ অভিযোগ দায়েরের ১২ ঘণ্টার মধ্যে সুনীল গাইকোয়াড় নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকি দুই অভিযুক্ত পলাতক ৷ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ স্বভাবত এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ৷ এর আগে গত শুক্রবার বিকেলে বিহারে হোমগার্ড পরীক্ষা দেওয়ার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন এক তরুণী ৷ তিনি বিএমপি-৩ ক্যাম্পাসে হোমগার্ড নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন ৷ শারীরিক পরীক্ষার সময় তিনি অজ্ঞান হয়ে যান ৷ এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অভিযোগ, মগধ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুল্যান্সেই তাঁকে গণধর্ষণ করা হয় ৷ ওই সময়, অ্যাম্বুলেন্সে থাকা ব্যক্তিদের, মধ্যে চালক এবং একজন টেকনিশিয়ানও ছিল ৷ অচেতন অবস্থাতেই নির্যাতিতাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ ৷ তরুণীর শারীরিক পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর ৷ তাছাড়া পরে ওই দুই অভিযুক্তকে চিহ্নিতও করেছেন নির্যাতিতা ৷