শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে উত্তাল হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর। দুর্ঘটনার পরেই মানবিকতা না দেখিয়ে কনভয়ের ওই গাড়ির চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ দীঘাগামী জাতীয় সড়ক অবরোধও করেন তাঁরা। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে নিরস্ত করেন। যদিও ওই দুর্ঘটনা নিয়ে কোনও মুখ খুলতে চাননি সংবাদমাধ্যমের প্রচারে থাকতে সর্ব বিষয়ে মতামত জাহির করা বিরোধী দলনেতা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন রাত দশটা নাগাদ ভৈরবপুরের বাসিন্দা শেখ ইসরাফিল (৩৩) নামে এক যুবক চণ্ডীপুর পেট্রল পাম্পের কাছে রাস্তা পারাপার করছিলেন। ঠিক তখনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে থাকা একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কায় কয়েক ফুট দূরে ছিটকে যান ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পরেই ঘাতক গাড়িটির চালক দ্রুতগতিতে এলাকা ছাড়েন। তাতে ক্ষুব্ধ হয়ে দীঘাগামী জাতীয় সড়ক অবরোধ করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রচণ্ড গতিতে আসা বিরোধী দলনেতার কনভয়ের গাড়িটি কোন সাইরেন কিংবা হর্ন বাজায়নি।