১০০ মিটার দূরেই হাসপাতাল। তবুও বিনা চিকিত্সায় প্রাণ গেল যুবকের! মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। এবার উত্তর ২৪ পরগনার বসিরহাট। সূত্রে খবর, বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রায় ১০০ মিটারের মধ্যে বিনা চিকিৎসকের মৃত্যু হল এক যুবকের। এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকল বসিরহাট শহর। রাজপথে ধর্ষিতার চিকিৎসকের বিচার চেয়ে আন্দোলন-প্রতিবাদে সোচ্চার গোটা বাংলা। বসিরহাট শহর জুড়ে চলছে দিন-রাতে নারী নিরাপত্তা সুরক্ষায় দখল নিচ্ছে মহিলা সমাজ। ঠিক তার অপর প্রান্তে বসিরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ইছামতি নদীর পারে বছর ৩৫-এর যুবক রোগের জ্বালায় ছটফট করছে। প্রায় ১০০ মিটার দূরে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল। পথ চলতি মানুষ মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। এগিয়ে এল না কেউ। বিনা চিকিৎসায় মৃত্যু হয় ওই যুবকের। নাম ও পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় জনপ্রতিনিধি রানা দাশ এই খবর পাওয়ার পর যুবককে তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয় ওই যুবকের। পরে বসিরহাট থানার পুলিশ গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠায়।


