কলকাতা

নিমতলা ঘাটে সেলফি তুলে গিয়ে তলিয়ে যাওয়া ৩ যুবকের মধ্যে এক জনের মৃতদেহ উদ্ধার আহিরিটোলা ঘাটে

কলকাতার নিমতলা ঘাটে। গঙ্গার জলস্তর আচমকায় বেড়ে গিয়ে ভাসিয়ে নিয়ে গেল সাত যুবককে। তার মধ্যে চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ ৩। তাঁদের খোঁজে গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, ওই সাত যুবক বেলেঘাটা অঞ্চলের বাসিন্দা। এক পরিচিতের শেষকৃত্যে জন্য নিমতলা ঘাটে এসেছিলেন তাঁরা। শেষকৃত্য চলাকালীন নিমতলা ঘাটের সিঁড়িতে বসে ছিলেন তাঁরা। সেখানেই নিজেদের মধ্যে সেলফি তুলে দেখা যায় তাঁদের। ঠিক সেই সময়ই গঙ্গার জলস্তর আচমকা বেড়ে যেতে শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, বান আসছে বোঝা গিয়েছিল। তা সত্ত্বেও ওঁরা সেলফি তুলতে মগ্ন ছিলেন। বানের সঙ্গে সেলফি নিতে গিয়েই মর্মান্তিক পরিণতি ঘটল। জলের তোড়ে ভেসে যান যুবকরা। অন্যদিকে তলিয়ে যাওয়া ৩ যুবকের মধ্যে এক জনের মৃতদেহ উদ্ধার হয়েছে আহিরিটোলা ঘাট থেকে। এখনও নিখোঁজ ২।